• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

বাজেট

রহনপুর পৌরসভার বাজেট ঘোষনা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ জুন ২০২৩

নুর মোহাম্মদ, গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরে ৫৩ কোটি ৯ লক্ষ ৫৩ হাজার ৩৮৩ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার দুপুরে রহনপুর পৌর মেয়রের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাজেট পেশ করেন রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মতিউর রহমান খান, নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক, প্যানেল মেয়র জাহানারা পারভীন ও কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। বাজেটে প্রারম্ভিক স্থিতিসহ রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৭ কোটি ৫২ লক্ষ ৪৬ হাজার ৭৩৮ টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৪৫ কোটি ৫৭ লক্ষ ৬ হাজার ৬৪৫ টাকা। এছাড়া রাজস্ব খাতে উদ্বৃত্তসহ ব্যায় ধরা হয়েছে ৬ কোটি ৭৬ লক্ষ ৮৯ হাজার ৯৭৭ টাকা। উন্নয়ন খাতে মোট ব্যায় ধরা হয়েছে ৪৫ কোটি টাকা ও সমাপনী স্থিতি ধরা হয়েছে ১ কোটি ৩২ লক্ষ ৬৩ হাজার ৪০৬ টাকা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর মেয়র ও পৌর নির্বাহী কর্মকর্তা। বাজেটে পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাসন সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads